অনলাইন ডেক্স::
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সুইডেনের সহযোগিতা চেয়েছেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশটির জ্বালানি মন্ত্রী ইব্রাহিম বেল্যানের (Ibrahim Baylan) সঙ্গে সাক্ষাতকালে এ সহযোগিতা চান নসরুল হামিদ। ৯ সদস্যের এক প্রতিনিধি দল সুইডেন সফর করছেন। সফরের নেতৃত্বে দিচ্ছেন নসরুল হামিদ।
নসরুল হামিদ সুইডেনের জ্বালানি মন্ত্রীকে বলেন, বাংলাদেশের বিদ্যুত্ ও জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌর বিদ্যুতে সুইডেনের অভিজ্ঞতা বাংলাদেশ সরকার কাজে লাগাতে চায়।
এ সময় তিনি কম কার্বন নিঃসরণ করায় সুইডেনের প্রসংশা করেন। তিনি বলেন, কম কার্বন নিঃসরণ করে শিল্প উত্পাদন অব্যাহত রাখা যায় তা বোঝার জন্য সুইডেন একটি আদর্শ উদাহরণ। নবায়নযোগ্য বা সবুজ জ্বালানি ব্যবহারের সুইডেনের এ মডেল বাংলাদেশও অনুসরণ করতে জায়।
এ সময় বাংলাদেশের বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সুইডেনের মত আধুনিকায়ন করার ব্যাপারে আলোচনা হয়।
সুইডেনের জ্বালানি মন্ত্রী ইব্রাহিম বেল্যান বলেন, জ্বালানিখাতে সহযোগিতার বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত হলো। আশা করি ভবিষ্যাতে দুই দেশ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে পারবে।
তিনি আরো বলেন, আমরা নবায়ণযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে পারি। তিনি বাংলাদেশীদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, সম্ভাবনাময় ক্ষেত্রগুলো পারষ্পরিক আলোচনার মাধ্যমে বের করতে হবে।
এ সফরদলে নারায়ণগঞ্জের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, পাওয়ারসেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, স্রেডার সদস্য সিদ্দিক যোবায়ের, পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল বেরুণি, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. শহীদ সারওয়ার (অবঃ) ও বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল (JOHAN FRISELL ) উপস্থিত ছিলেন।