স্টাফ রিপোর্টার:
ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৫ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
করোনাভাইরাস মহামারির মধ্যেও এ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বল্পপরিসরে কর্মসূচি পালিত হবে। এ ছাড়া রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা জানাবে তাঁর পরিবার।
আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি, পরে এই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতি হন। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর।
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন। সত্তরের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ হন। এ ছাড়া ১৯৯১ সালে বিরোধীদলীয় উপনেতা ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।