1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপহার পেলো সুনামগঞ্জের সাড়ে সাতশ পরিবার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১.৪৪ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে কর্মহীন সাড়ে সাতশ পরিবারকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যেগে প্রধানমন্ত্রির করোনাকালীন ত্রাণ উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে সুনামগঞ্জ পৌর এলাকার করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের এই সহায়তা দেওয়া হয়। প্রথম দফায় সুনামগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৭৫০ টি কর্মহীন পরিবারের মধ্যে ১৫ কেজি চাল, ২কেজি ডাল, ২ কেজি আলু,এক কেজি পিয়াজ,এক কেজি লবন, এক লিটার তেল, চিড়া,মুড়ি,আটা,ও সাবান বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও ইমরান শাহরিয়ার, এনডিসি মোহাম্মদ সম্রাট হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, সহকারী কমিশনার রিফাতুল হক, মেহেদী হাসান প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এ পর্যায়ে সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার দুই হাজার পরিবার কে উপহার সামগ্রী প্রদান করা হবে। এজন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। আরো ১২ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। ইতিমধ্যেই প্রতি উপজেলার উপহার পাঠিয়ে দেয়া হয়েছে। একযোগেই বিতরণ হবে। তিনি আরও জানান সুনামগঞ্জে চলমান লকডাউন জনিত কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে প্রথম দফায় তৃতীয় লিঙ্গ, নাপিত, মুচি,হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সহ সুনামগঞ্জ পৌর এলাকার ৭৫০ এবং জেলায় দুই হাজার পরিবার কে এ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এ রকম উপহার বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!