হাওর ডেস্ক::
সাবেক আন্তর্জাতিক ডিফেন্ডার সোনিয়া বমপাস্টরকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফান্সের নারী চ্যাম্পিয়ন ক্লাব লিও। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হারের কারণে জিন লুক ভাসিউরকে বরখাস্ত করার পর আজ মঙ্গলবার তারা নতুন এই কোচের নাম ঘোষণা করে।
ফ্রান্স জাতীয় নারী দলের হয়ে ১৫৬টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া ৪০ বছর বয়সী বমপাস্টর হতে যাচ্ছেন ক্লাবটির প্রথম কোনো নারী কোচ। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের নারী ক্লাব ফুটবলে দারুণভাবে দাপট দেখিয়ে চলছে লিও।
ক্লাবটি ১৪ বার ফ্রান্সের লিগ শিরোপা জয়ের পাশাপাশি জয় করেছে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ পাঁচটি শিরোপা। তবে এই মৌসুমে পিএসজি তাদেরকে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে দিয়েছে। তাদের ঘরোয়া লিগ শিরোপাও এবার হুমকির মধ্যে।