অনলাইন ডেক্স::
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। বিতর্ক চলার একপর্যায়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধি আবু বকর মোল্লাকে সিকিউরিটি পুলিশ দিয়ে বের করে দেয়া হয়।
জামায়াতের প্রতিনিধি আবু বকর মোল্লা দলটির ইউরোপীয় মুখপাত্র বলে জানা গেছে।
তিনি সেমিনারে ফ্লোর নিয়ে জামায়াতের পক্ষে বক্তব্য রাখতে শুরু করলে সেখানে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা একযোগে অনুষ্ঠানের চেয়ার আন মেইন এমপি’র দৃষ্টি আকর্ষণ করেন।
আওয়ামী লীগ নেতারা বলেন, একটি যুদ্ধাপরাধী সংগঠনের প্রতিনিধিকে আমন্ত্রণ জানালে আওয়ামী লীগ ভবিষ্যতে এ ধরনের আয়োজনে অংশ নেবে না। তাদের এই হুঁশিয়ারির জবাবে আন মেইন এমপি জানান, জামায়াতের এই প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।