স্টাফ রিপোর্টার::
করোনা কেড়ে নিলো সুনামগঞ্জের এরশাদবিরোধী আন্দোলনের ডাকসাইটে যুবনেতা ও ফ্রান্সপ্রবাসী জসিম উদ্দিন ফারুককে। গতকাল বৃহষ্পতিবার তিনি দীর্ঘ এক মাসের উপরে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জসিম উদ্দিন ফারুক সুনামগঞ্জ পৌর সভার সাবেক জননন্দিত প্যানেল মেয়র ও ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জ পৌর শহরের প্রিয় মুখ জসিম উদ্দিন ফারুক।
জানা গেছে তার লাশ সুনামগঞ্জ শহরে আনার জন্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত সহ ফ্রান্সে বসবাসরত সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন।
উল্লেখ্য জসিম উদ্দিন ফারুক সুনামগঞ্জ জেলা যুবলীগের সাহসী নেতা ছিলেন। এরশাদবিরোধী আন্দোলনে তিনি নির্যাতিত হয়েছেন।
তিনি সুনামগঞ্জ শহরের ষোলঘরের বাসিন্দা।