স্টাফ রিপোর্টার::
করোনাকালে কর্মহীন অসহায় ৫ শতাধিক পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এই সহায়তা বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। এসময় উপস্থিত ছিলেন জেলার পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সমসাদ বেগম।
অসহায় পরিবারের মধ্যে ডাল, চাল, তেল, আলু, পিয়াজ, লাচ্চিসহ বিভিন্ন পদের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়।
অসহায় পরিবারের লোকজন খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, করোনাকালে মানবতার সেবায় কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি এই দুঃসময়ে কাজ করে দেশে বিদেশে সফল। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আর্ত মানবতার সেবায় কাজ করতে। আমরা তার নির্দেশে অসহায় মানুষদের সহায়তা দিচ্ছি।