তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ৩টি ইউনিয়নের ৪০টি গ্রামের দেড় হাজার পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকালে করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের বাড়িতে এ নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেন উপজেলার কামড়াবন্দ গ্রামের কৃতী সন্তান সোহাগ ও তালবী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. কাঞ্চন মিয়া।
জানা যায়, উপজেলার বাদাঘাট উত্তর, বড়দল উত্তর ও বড়দল দক্ষিণ মোট ৩টি ইউনিয়নের সাধেরখলা, মাটিকাটা, জালালপুর, গুটিলা, মানিগাঁও, শিমূলতলা, পাতারগাঁও, ইউনূছপুর, বাদাঘাট, কামড়াবন্দসহ প্রায় ৪০টি গ্রামের কর্মহীন, অসহায় ও হতদরিদ্র দেড় হাজার পরিবারকে নগদ ১ হাজার টাকা এবং ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাঞ্চন মিয়ার বাবা আবু তাহের, তার ভগ্নিপতি বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, ছোট ভাই মো. কাউছার আহমদ প্রমুখ।