তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতক পৌর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: ওয়ারিছ আলীকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার (১২ মে) শহরের লেবারপাড়া ঈদগাহ প্রাঙ্গণে কবরস্থানে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল ও ছাতক থানা পুলিশ তাকে রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ওয়ারিছ আলী দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভোগছিলেন। সর্বশেষ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার অবদান ছিলো অনস্বীকার্য। যুদ্ধকালীন সময় তিনি ৫ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। কর্মজীবনে তিনি সিলেট পাল্প এন্ড পেপার মিলস থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে ৪ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন মরহুম ওয়ারিছ আলী। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, বীর মুক্তিযোদ্ধা মো. মোছব্বির মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য শাহিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা গাজী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি, ছাতক পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সজীব মালাকার, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের দপ্তর সম্পাদক ড্যানিয়েল আহমদ, বাংলাদেশ ছাত্রলীগের ক্ন্দ্রেীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব খান, সহ-সম্পাদক সাইফুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, ছাতক সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আহসান আহমদ, যুগ্ম সম্পাদক রাজীব তরফদার, রুবেল তালুকদার জনিসহ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।