দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে শাহ মুলুক হত্যা মামলার ৩২ আসামী দিরাই থানায় আত্মসমর্পণ করেছে। আজ (১৮-০৫-২১) মঙ্গলবার দুপুরে দিরাই থানায় স্বেচ্ছায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের কাছে আত্মসমর্পণ করেন। এসময় এএসপি (দিরাই সার্কেল) আবু সুফিয়ানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আত্মসমর্পণশারীরা হলেন, পাবেল মিয়া (৩০), জয় তালুকদার (২৩), আজহার তালুকদার ২২), বাবু তালুকদার (২৫), রেজু তালুকদার (৩০), জসিম মিয় (৩০), ছুতিল মিয়া (৫০), রুম্মান তালুকদার (২৫), ছোট মিয়া (৪০), ছলিম মিয় (৫২), সুজা মিয়া (৪০), ছানুয়ার (৫৫), সোহাগ রাজা (৩৫), সারিক তালুকদার (৩০), আবুল খায়ের (৪৫), জাহাঙ্গীর (৫২), অমৃত তালুকদার (২৪), মুকুট তালুকদার (২৫), বখতিয়ার (২০), সোহেল মিয়া (৩০), সুজেল তালুকদার ( ৩৫), মেহেরাব তালুকদার (২৬), রেখানুর তালুকদার(৩৫), আব্দুল হাকিম (৩২), তফুর তালুকদার (৩৪), সালেহ আহমদ (৪০), হুমায়ূন তালুকদার (২২), ছাদেকনুর (২৫), কিবরিয়া (২৫), নাছির (২২), আবু ছালেহ (২৬), মীর হোসনে (২৭)। উল্লেখ্য এ বছরের ১৫ মার্চ উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরুন্নগর গ্রামে জমি সংক্রান্ত জেরে গ্রামের সামছুল ইসলাম ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সামছুল ইসলামের পক্ষের শাহ মুলুক (৫০) নিহত হয়। পরদিন সামছুল ইসলাম বাদী হয়ে ৬৩ জনকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দিরাই থানা পুলিশ ৭জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৭জন ও আত্মসমর্পণকৃত ৩২ ছাড়া অণ্যরা পলাতক রয়েছেন। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, তারা ৩২ জন আজ স্বেচ্ছায় এসে আত্মসমর্পণ করেছেন। অন্য আসামীদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।