স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ৩টায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের উপজেলার তেগাঙ্গা গ্রামের তাজুল ইসলামের ছেলে।
তেগাঙ্গা গ্রামের প্রত্যক্ষদর্শী সালিক মিয়া জানান, আবু তাহের দুপুরে হাওরে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টি ও বজ্রপাত দেখে সে বাড়ির পথে পা বাড়ায়। ফিরতে পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিছুক্ষণ পরে স্থানীয়রা তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বজ্রপাতে নিহত আবু তাহেরের পরিবারকে উপজেলা প্রশাসন আর্থিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওর থেকে ফেরার পথে আবু তাহের বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। তার মৃতদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখান থেকে মৃতদেহ স্বজনদের হস্থান্তর করা হবে।