স্টাফ রিপোর্টার::
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্চিত ও কারান্তরীণেণর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা কমিটি।
বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তিদান ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন, সুজন-সুশানের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আলী হায়দার, সহ সভাপতি শাহিনা চৌধুরী রুবি, সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ, সদস্য মাইদুল ইসলাম খান মামুন, খলিল রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, অর্থ সম্পাদক ফারুক মিয়া, দপ্তর সম্পাদক শহীদ নুর আহমেদ, সদর উপজেলা সভাপতি প্রভাষক ফারুক রশিদ, পৌর কমিটির সভাপতি মোস্তাক আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, পৌর কমিটির সহসভাপতি প্রেমানন্দ বিশ্বাস প্রমূখ।
এছাড়াও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা কমিটিও একই সঙ্গে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এছাড়াও জগন্নাথপুর প্রেসক্লাব, সুনামগঞ্জ সাংবাদিক ফোরাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের একাংশসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনও প্রতিবাদ কর্মসূচি পালন করে।