স্টাফ রিপোর্টার::
প্রায় তিন বছর পর সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার রাতে দলীয় চেয়ার পার্সন খালেদা জিয়ার সঙ্গে জেলা বিএনপির সংশ্লিষ্টদের বৈঠক হয়েছে। বৈঠকে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সেক্রেটারি কলিম উদ্দিন আহমদ মিলনকে সভাপতি ও জেলা ছাত্র দলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুলকে সেক্রেটারি হিসেবে প্রায় চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে আরেক শক্তিশালী প্রার্থী ছাতকের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী সভাপতি পদ দাবি করায় আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এই শর্তে তিনি সভাপতি পদে প্রার্থীতা প্রত্যাহার করেন বলে বৈঠকের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে ঢাকার বাইরে অবস্থান করছেন। এ কারণে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হচ্ছেনা। তিনি ঢাকায় ফিরলেই কলিম উদ্দিন মিলনকে সভাপতি ও নূরুল ইসলাম নূরুলকে সেক্রেটারি করে সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
তবে পদপ্রত্যাশী জেলা বিএনপির অনেক শীর্ষ নেতা এখনো ঢাকায় অবস্থান করছেন। তারা নানাভাবে এখনো তদবির অব্যাহত রেখেছেন।
এদিকে কমিটির গুঞ্জন শোনার পর নূরুল ইসলাম নূরুলের সমর্থকরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করছে।