স্টাফ রিপোর্টার::
“থাকলে শিশু বিদ্যালয়ে, হবেনা বিয়ে বাল্যকালে” এই স্লোগানে সিলেট বিভাগকে বাল্যবিবাহ মুক্ত রাখার ঘোষণা উপলক্ষে সুনামগঞ্জে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যলায়ের আয়োজনে ও জেলা প্রসাশনের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র্যালী বের হয়।
র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলায় আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, , অতিরিক্ত পুলিশ সুপার সঞ্চয় সরকার, নারী নেত্রী শিলা রায় প্রমুখ।
আলোচনা সভার শুরুতে বাল্যবিবাহকে “না” শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।