জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামে প্রাচীনকালের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাচনা গ্রামের বাতিন মেম্বারের বাড়িতে এ লাঠিখেলা অনুষ্টিত হয়।
জানা যায়, আগেরকার দিনে কৃষকের ঘরে ফসল তোলার শেষে ধানকাটার বেপারিদের এমন লাঠিখেলার প্রচলন ছিলো।
এবছর বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষক সিদ্দিক আলীর ধানকাটার বেপারিরা উৎসাহিত হয়ে ধানকাটার আনুষ্ঠানিক সমাপ্তিতে উৎসবমুখর পরিবেশে বিনোদন হিসেবে লাঠিখেলার আয়োজন করে।
লাঠিখেলা দেখতে ভিড় করেন নানা বয়সের শিশু,যুবক ও নারী-পুরুষ। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা।
এরই মধ্যে চলে লাঠির কসরত।
প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।
খেলায় কালিবাড়ি গ্রামের ১১ জন লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করেন।
খেলা শেষে লাঠিয়ালদের মধ্যে পুরষ্কার স্বরুপ দুটি খাসি(ছাগল) উপহার দেওয়া হয়।