স্টাফ রিপোর্টার::
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ‘হিন্দু এইড ইউকে’ নামের একটি সংগঠন ত্রাণ কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ, শাড়ি ও জালবুনার সুতা বিতরণ করা হয়েছে। ২৭মে বৃহস্পতিবার দুপুরে নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ কর্মসূচির মাধ্যমে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব কর্মমুুখী ত্রাণ বিতরণ করা হয়। এরপূর্বে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাস এবং নোয়াগাঁও গ্রামের অর্জন চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের আইন উপ কমিটির সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কনভেনর প্রফেসর অরুণ কুমার গোস্বামী, রিও’র চেয়ারম্যান প্রফেসর চন্দন সরকার, সমাজ সেবক পীযুষ কুরি, ডাঃ বর্ষা রায় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, আ’লীগের সহ সভাপতি আব্দুস ছত্তার মিয়া, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হাজী মজু মিয়া কলেজের অধ্যক্ষ নওশের মনির, সাবেক ভাইস চেয়ারম্যান রান্টুলাল দাস প্রমুখ। বক্তারা এসময় হামলায় অংশ নেওয়া সকল দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির করেন। পাশাপাশি ঝুমন দাসের মুক্তি চাই-এমন দাবিতে স্লোগান তুলে নোয়াগাঁও গ্রামবাসী।