1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০১৭, ৪.১২ পিএম
  • ৫১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আলোচিত ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা খেলাঘর। শনিবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পযেন্টে) অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা খেলাঘরের উপদেষ্ঠা রমেন্দ্র কুমার দে মিন্টু, শিক্ষাবিদ মানব চৌধুরী, জেলা গনতান্ত্রিক আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. রুহুল তুহিন, সমকাল সুহৃদের সভাপতি মাহবুবুর রহমান শাহিন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা খেলাঘরের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাদক্ষ প্রদীপ পাল প্রমুখ।
বক্তারা বলেন, ভাস্কর্য্য আর মূর্তি এক নয়। নান্দনিকতার প্রতীক ভাস্কর্য্য অনেক ইসলামি দেশের আদালত, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় রয়েছে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠবে বলে মন্তব্য করেন বক্তারা। এতে দেশের অসাম্প্রদায়িক চরিত্র হারাবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!