স্টাফ রিপোর্টার::
তাহিরপুরে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৫ হাজার ৭০ জন শিশুর জন্মদিন পালন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরে ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে উৎসবমূখর পরিবেশে জন্মদিনের কেক কেটে শিশুদের মুখে তুলে দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,যায় যায় দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার ও ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাবৃন্দ প্রমূখ। শিশুদের জন্মদিনের কেককাটা শেষে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। উপহার সামগ্রীর মধ্যে ছিল,৪টি নোট বুক,দেড় কেজি ডিটারজেন্ট পাউডার,৩টি লাক্স সাবান,এক প্যাকেট কাপড়ের মাস্ক।