হাওর ডেস্ক::
সিলেটে পানসীসহ দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হলো খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান পানসী বেকারি ও নিপা বেকারি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগে এ জরিমিানা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুই ব্যক্তিকেও জরিমানা করা হয়।
সোমবার (৭ জুন) দুপুরে নগরের মেন্দিবাগ সাদিপুর এলাকায় সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিসিক সূত্রে জানা যায়, অভিযানে ভ্রাম্যমাণ আদালতে খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপা বেকারি ও পানসী বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই আইনে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। একই এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় সিলেট ট্রেড সেন্টারের দুই ব্যক্তিকে ৫ হাজার ৩শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিএসটিআই প্রতিনিধি ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।