স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মুদেরগাও গ্রামের হাজী আমিন উদ্দিন(৮৭)আর নেই। ১২ জুন শনিবার বিকেল ৫.৩০ মিনিটের সময় শহরের হাসন নগরের নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। আগামীকাল রবিবার মরহুমের জন্মস্থান তাহিরপুরের মোদেরগাওয়ে নামাজে জানাযা শেষে সেখানেই দাফন করা হবে।
উল্লেখ্য তিনি বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও জেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমদের পিতা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
আমিন উদ্দি ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার পর বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে কথা বলায় তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুজ জহুরের সঙ্গে প্রায় দুই বৎসর রাষ্ট্রদ্রোহী মামলায় কারাবরণ করেন। এসময় তিনি সেনাবাহিনী কতৃক অমানবিক নির্যাতনের শিকার হন। মামলা,জেল, নির্যাতনের পরও তিনি কোনদিন বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি।