1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

জামালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৪.৩১ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিব রহমানের জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহহীনদের গৃহায়ন প্রকল্প -২ এর উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। মত বিনিময় সভায় সভাতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা সহকারি কমিশনার মো. রেদুয়ানুল হালিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, এলজিইডি সহকারী প্রকৌশলী মো. আনিসুরজ্জামান আনিস, ইউএনও অফিসের নাজির মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও বিশ্বজিৎ দেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান উপলক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাটামো সংস্কার (কাবিটা) কর্মসুচীর আওতায় জামালগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ১৪৬ টি, ২য় পর্যায়ে ৫৫ টি সহ ২৯৬ টি এবং ৫ টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে এ নিয়ে সর্বমোট ৩০১ টি ঘর নির্মাণ করা হয়েছে চলে মত বিনিময় সভায় জানানো হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!