দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সমুজ আলী স্কুল ও কলেজে ইউনিয়ন আ’লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও অব. সার্জেন্ট হারুন অর রশীদ এবং যুবলীগ নেতা জমির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, সুরমা ইউপি চেয়ারমান খন্দকার মামুনুর রশীদ, সুরমা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিনয় ভুষণ পুরকায়স্থ, সমুজ আলী স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশীদ, সদস্য আতর আলী, তালেব আলী, উপজেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু, আ’লীগ নেতা আব্দুল হাই বিলাত, বরুন রায়, আং রহিম, আব্দুল লতিফ, হাবীবুর রহমান, রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সদস্য আকবর আলী, বুল বুল আহমদ, মমিনুল ইসলাম নান্টু, নুরুল ইসলাম, আলতাবুর রহমান, আব্দুল কাদির, মাশুক মিয়া, ইউপি সদস্যা জরিনা বেগম, হোসনে আর বেগম, আহসান উদ্দিন মেম্বার, হায়াত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। জননেত্রেী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জননেতা মুহিবুর রহমান মানিক এমপির নেতৃত্বে তৃণমুল পর্যায়ে আ’লীগের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে।