স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে স্থানীয় বিজিবি ১১ বোতল ভারতীয় মদ,২ হাজার ২শ ৪০ প্যাকেট নাসির উদ্দিন বিড়ি এবং ভারতীয় ১টি হিরো মোটর সাইকেল আটক করেছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় এসব মালামাল আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর অধীনস্থ লাউরগড় বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে এসব অবৈধ পণ্য আটক করা হয়।
২৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন আহমেদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রয়েছে।