মোঃ মোশফিকুর রহমান স্বপন::
সুনামগঞ্জ পৌর এলাকার উত্তর আরপিন নগরে ৪৫ পিছ ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিছ ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই কবীর উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন,সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর রাবার বাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে আফজাল হোসেন স্বপন (২১),
সুনামগঞ্জ পৌর এলাকার বড়পাড়া এলাকার আবদুল আজিজের ছেলে জয় আহমেদ (২১) এবং একই এলাকার জমিরুল হকের ছেলে আনিসুল হক বাপ্পি (১৯)।
এ বিষয়ে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার মিজানুর রহমান বিপি এম স্যারের নির্দেশনা নিয়ে আমরা অভিযান পরিচালনা করছি।
এ ব্যপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।