1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগে চ্যাম্পিয়ন ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১, ১.৩১ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
তথ্য অধিকার সংক্রান্ত বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার (২২ জুন) অনুষ্ঠিত ভার্চুয়ালি বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় দল এ বিজয় অর্জন করে। বিজয়ী দলের শিক্ষার্থীরা হলো মাহিয়া তাহসিন তানিশা(দলনেতা), আনিসা ইসলাম ও পুষ্পিতা দেবনাথ। সিলেট বিভাগীয় কমিশনার অফিসের ব্যবস্থাপনায় ফাইনালে বিচারকের দায়িত্বে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সিলেট অঞ্চলের উপপরিচালক অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক হ্যাপী বেগম ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্পব নন্দী। মডারেটরের দায়িত্বে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ। গত ১৯ জুন সুনামগঞ্জ জেলার বিজয়ী চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় দল হবিগঞ্জ জেলা বিজয়ী দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় জানান, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও প্রায় মাস দুয়েক আগে উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি এখানের উপজেলা পর্যায়ের তথ্য অধিকার সংক্রান্ত বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। এরপরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ওই প্রতিযোগিতায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে বিজয়ী হয়। তথ্য অধিকার সংক্রান্ত বিতর্ক প্রতিযোগিতায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!