স্টাফ রিপোর্টার::
ছাতকে হাওরের দুর্গত কৃষকের ত্রাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা ও তার সন্তানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ‘হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলন’। শুক্রবার বিকেলে সংগঠনের সাপ্তাহিক বৈঠকে এ ঘটনায় তীবব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি দুর্গত কৃষকের ত্রাণে অনিয়ম-দুর্নীতি বন্দে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক বিজন সেনরায়, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন, শামস শামীম, রাজু আহমেদ, প্রদীপ পাল প্রমুখ।
নেতৃবৃন্দ এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে সংহতি জানাতে এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। মুক্তিযোদ্ধা যাতে সুবিচার পান সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।