স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাস সংক্রমণে কঠোর লকডাউনের তৃতীয় দিনেও জেলাব্যাপী প্রচারণা চালিয়েছে প্রশাসন।
শনিবার ৩ জুলাই কোভিড-১৯ মোকাবেলায় মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে জেলার সকল পৌরসভা ও সকল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জনসমাগমস্থলে লকডাউনের বিষয়ে মাইকিং এবং ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিধিনিষেধ কার্যকর করার জন্য সকল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ছিল।
টহলে সেনা বাহিনীর ৮টিমে ৮০ জন,র্যাবের ২টি টিমে ১৬ জন,বিজিবির ৩টি টিমে ৩৬ জন,ব্যাটালিয়ন আনসার ২টি টিমে ২০ জন এবং পুলিশের ২০ টি টিমে ১৬০ জন সদস্য প্রচারণা চালিয়েছেন। এ সময় দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ বিধি নিষেধ লংঘনের জন্য ২১টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯টি মামলায় ১৪৬ জনকে ৯৬ হাহার ৬৫০ টাকা জরিমানা ও ১ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থ এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।