(অকাল প্রয়াত ‘কনিজ রাহনুমা রাব্বানী ভাষা’র জন্য নিবেদিত পঙক্তি মালা -‘একদিন ছুটি আসে’। )
একদিন ছুটি আসে,লম্বা ছুটি –
মুক্তির শ্লোগান নিয়ে এগিয়ে আসে নিরবতা,
দূরবনে হারিয়ে যায় কাঁঠাল পাখির গান।
গৃহহারা ধূসর চড়ুই খোঁজে সবুজ জঙল
আর মানুষ? আদিম জীবাশ্মের কাছে ছুটে ;
ঝরা পাতার শব্দ নিয়ে বাতাসের বেশে।
বেনোজলের মেঠো উল্লাস ভাসিয়ে নিয়ে যায় শোকাহত বৃক্ষের যত যন্ত্রণা
পাড়ে পাড়ে দাঁড়িয়ে থাকে বোবা কান্না
একদিন স্বপ্ন নিয়ে গড়ে ছিল যারা,মৃত্তিকায় ঘর।
একদিন ছুটি আসে,লন্বা ছুটি –
কুজ্ঝটিকার বনে জমে মাঘের বর্ষণ
হেমন্তের গোধূলীতে জমে শাদা শেওলা
আলোর স্বপ্ন নিয়ে ফুটে যে ঊষার ;
সন্ধ্যার নদী পারে তার যত যন্ত্রণা !
একদিন ছুটি আসে,লম্বা ছুটি-
মৌমাছি ভুলে যায় কবিতার গুঞ্জন
পরাগায়ণ বিনে শুকায় ফুলের যৌবন
পালতুলা নৌকা পুড়ে লু জ্বালায়
মাঝি-মাল্লা ভুলে যায় গন্তব্যের চিঠি;
একদিন ছুটি আসে,লম্বা ছুটি —।
##
অধ্যক্ষ,শাহজালাল মহাবিদ্যালয়,জগন্নাথপুর,
সুনামগঞ্জ।