হাওর ডেস্ক::
সরকারি অর্থ সাশ্রয়ের জন্য বিভিন্ন প্রকাশনা বেসরকারিভাবে না ছাপিয়ে নিজস্ব প্রেসে ছাপানোর জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এর আগে যে কোনো ছাপানোর জন্য বাইরের প্রেস ব্যবহার করা হতো। কিন্তু আমি নির্দেশ দিয়েছি বাইরে বই ছাপিয়ে টাকা অপচয় করা যাবে না। বিবিএস-এর নিজস্ব প্রেস আছে এটা ব্যবহার করে সরকারি টাকা সাশ্রয় করতে হবে। টাকা জনগণের তাই একটা টাকাও অপচয় করা যাবে না। যেখানে এক টাকা সাশ্রয় হবে আমি সেটাই চাই। নিজস্ব প্রেসে যদি কাজ চালিয়ে নেওয়া যায় তবে বাইরের প্রেসে অহেতুক বাড়তি টাকা খরচের মানে হয় না।
সরকারি টাকা সাশ্রয়ের বিষয়ে এম এ মান্নান বলেন, আমি সবসময় চেষ্টা করে থাকি যতো কম খরচে সঠিক কাজ করা যা। এখন করোনা সংকটে হিসাব নিকাশ করে টাকা খরচ করতে হবে। সামনে যাতে করে শতভাগ ছাপার কাজ বিবিএসের নিজস্ব প্রেসে করা যায় সেই বিষয়ে আরো জোরালো পদক্ষেপ নেবো। এক সময় বিবিএস প্রেস ব্যবহার করা হতো না বলা যায়, আমি দায়িত্ব নেওয়ার পর প্রেসের ব্যবহার বৃদ্ধির নির্দেশ দিয়েছি।
মাঠ পর্যায়ের সকল প্রকার উপাত্ত সংগ্রহ, মাঠ পর্যায়ে আদমশুমারি ও জরিপকাজ পরিচালনা প্রভৃতি কর্মকাণ্ড থানা বা উপজেলা পরিসংখ্যান কার্যালয় থেকে পরিচালনা করা হয়ে থাকে। বিবিএস নিয়মিত মাসিক বুলেটিন, যেমন – বাংলাদেশের পরিসংখ্যান বুলেটিন, বাংলাদেশের অর্থনৈতিক সূচক, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রকাশ করে থাকে।