হাওর ডেস্ক ::
‘বাংলাদেশের সর্বশেষ জরিপ অনুয়ায়ী ৬১ শতাংশ নবজাতক মায়ের দুধ পান করে। মায়ের দুধ ও শিশু খাদ্য গ্রহণের আনুপাতিক জরিপে ৯৭টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম।’ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১ উপলক্ষে আজ বুধবার বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে ভার্চুয়াল সেমিনারে এ তথ্য দিয়েছেন ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের সূচনা প্রকল্পের চিফ অফ পার্টি ড. সাহেদ রহমান। ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির প্রধান ড. আয়েশা সিদ্দিকীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক রুহিনা বিনতে এ গণি, স্বাগত বক্তব্য দেন ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ড. মোর্শেদা চৌধুরী। আলোচনায় অংশ নেন ব্র্যাকের কর্মকর্তা মিঠুন গুপ্ত, মোহাম্মদ শফিকুল ইসলাম, মিজানুর রহমান, রঞ্জন কুমার ব্যাণার্জী প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধে ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক রুহিনা বিনতে এ গণি জানান, বাংলাদেশের সর্বশেষ জরিপ অনুয়ায়ী ৬১ শতাংশ নবজাতক মায়ের দুধ পান করে। মায়ের দুধ ও শিশু খাদ্য গ্রহণের আনুপাতিক জরিপে ৯৭টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। মাতৃদুগ্ধ পানের হার শতভাগে উন্নিতকরণের জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার ব্র্যাকসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা, স্বাস্থ্য ও গণমাধ্যমের ১০০ জন প্রতিনিধি সংযুক্ত ছিলেন।