1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

ছাতকে নিখোঁজের ৫ দিন পর সুরমা নদী থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১.০১ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে নিখোঁজের ৫দিন পর সুরমা নদীতে মিললো বাল্কহেড শ্রমিকের ভাসমান লাশ। শ্রমিক আকিল আহমদ (২৫) বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার রাণীদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বাউসা গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, গত ৯ আগষ্ট বিকেলে লাফার্জ হোলসিম কারখানা ঘাটে বাল্কহেড নৌকার রশি কাটতে গিয়ে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হয় শ্রমিক আকিল আহমদ। বাল্কহেড নৌকার অন্যান্য স্টাফরা তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজের দিন রনি আহমদ নামের একজন ম্যানেজার ছাতক থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন নিখোঁজের সহোদর শরিফ উদ্দিন একই থানায় আরেকটি সাধারণ ডায়েরি করার পর স্বজনদের পাশাপাশি থানা পুলিশও তার সন্ধান খুঁজতে থাকে। অবশেষে নিখোঁজের ৫ দিন পর বাউসা গ্রাম সংলগ্ন সুরমা নদীতে তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন, ওসি (তদন্ত) মিজানুর রহমান ও উপ-পরিদর্শক দ্বীপঙ্কর বিশ্বাসসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত লাশ উদ্ধার করেন। এটি নিখোঁজ আকিলের লাশ বলে তার স্বজনরা সনাক্ত করেছেন। থানার উপ-পরিদর্শক দ্বীপঙ্কর বিশ্বাস নিখোঁজ আকিলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের পর থানায় পৃথক দুটি ডায়েরি করা হয়। থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, বালু ভর্তি বাল্কহেডটি লাফার্জ হোলসিম এর ঘাট থেকে ছেড়ে যাওয়ার আগে রশি কাটতে গিয়ে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল ওই শ্রমিক। সে ওই বাল্কহেডের স্টাফ ছিল। ময়না তদন্তের জন্য অর্ধগলিত লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!