তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে গভীর শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, যুবলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ছাতক উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাতক পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, যুগ্ম আহবায়ক এড. আশিক আলী, ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি ও জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফজাল আবেদীন আবুল, জেলা স্বেচ্চাসেবকলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বাবুল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া প্রমুখ। এসময় পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক চান মিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শামসুজ্জামান রাজা, মোশাহিদ আলী, সিরাজুল ইসলাম, এনামুল হক কাচা মিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চৌধুরী সুমন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ছাতক সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার আওলাদ আলী, পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সুহেল মাহমুদ, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, এড. মনির উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।