স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। গত তিনদিনের তুলনায় বৃষ্টিপাতও কমেছে। তবে পাহাড়ি ঢলের কারণে সীমান্ত এলাকার নিচু রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, গত তিন দিনের তুলনায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের চাপ কিছুটা কমেছে। যে কারণে সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, যাদুকাটা, চলতিসহ সুনামগঞ্জের প্রধান নদ নদীর পানি বিপৎসীমার নিচে আছে। সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২২ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতিতির আপাতত কোন আশঙ্কা নেই বলে জানান তিনি।
এদিকে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানিয়েছেন পাহাড়ি ঢলের পানি নি¤œাঞ্চলে গিয়ে চাপ সৃষ্টি করায় বিভিন্ন এলাকার নিচু রাস্তাঘাট প্লাবিত হয়েছে।