স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরাঞ্চলের ফসলহারা কৃষকের এসএসসি ও এইচএসসি পড়–য়া প্রায় দুই শতাধিক ছেলে-মেয়েকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে রামকৃষ্ণ মিশন। শুক্রবার সকালে কৃষকের হিন্দু-মুসিলম মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রত্যেককে ২০০০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানেস প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
বিশেষ প্রতিনিধি ছিলেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল হুদা মুকুট বলেন, আগামীদিনের দেশগঠনের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে এখন থেকেই তোমাদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে। তিনি বলেন, গোপালগঞ্জ থেকে বঙ্গবন্ধু যদি নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করতে পারেন, তাহলে তোমরাও দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনার ২০৪১ এর ভিশন সফল করতে পারবে। তিনি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে হাওরের দুর্গত শিক্ষার্থীদের পাশে দাড়ানোয় ধন্যবাদ জানান।