সাইফ উল্লাহঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, আওয়ামীলীগ নেতা সম্ভু আচ্যার্য এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ,
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক বাবু অমল কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নবী হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও প্রধানমন্ত্রীর উপর গ্রেনেড হামলাকারীদের বিরুদ্ধে নিন্দা জানান, এবং অপরাধীদের সনাক্র করে আইনের আওতায় নিয়ে আসা হোক। এমপি রতন আরও বলেন, ব্যক্তি বা গোষ্টি দল নয়, দল হতে হবে বঙ্গবন্ধুর আওয়ামীলীগ। জামাত, বিএনপি জোটে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনাকারীদের সুষ্ট বিচার করা হোক। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচার প্রার্থনা করি। আওয়ামীলীগের তৃনমূল নেতা কর্মীদের গুরুত্ব দেওয়া প্রয়োজন, তাদেরকে বুঝাতে হবে, দলীয় কার্যালয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে। সিনিয়র ও জুনিয়রদের মাঝে সমন্বয় থাকা একান্ত জরুরী বলে মনে করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।