স্টাফ রিপোর্টার::
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় দ্রুত কার্যকর ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে শোকশোভাযাত্রাসহ আরোচনা সভা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার দুপুরে জেলা শহরে নেতাকর্মীরা শোক শোভাযাত্রা করে। স্বেচ্ছাসেবক লীগ জেলা শহরে শোকর্যালি শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করে। আলোচনাসভায় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এড. বুরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের কক্ষপথ থেকে সরাতে চেয়েছিল জামায়াত বিএনপি। কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাঘের গর্জনে ফিরে দেশে যোদ্ধাপরাধীর বিচার কার্যকর করেছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা জাতীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতায় আসীন হয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব মর্যাদায় সম্মানের সঙ্গে আসীন হয়েছে।