দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ের বিশিষ্ট সাংবাদিক, বাসসের সুনামগঞ্জ, দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাকের দিরাই প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার (৬৫) আর নেই। রবিবার ২২ আগস্ট রাত সাড়ে ১১টায় সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি-রাজিউন)।
মুত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ভাইবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্বে ছিলেন।
এদিকে তার মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, আমার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত এর খুব আদরের মানুষ হাবিবুর রহমান তালুকদার। সেই স্মৃতি বিজড়িত ইত্তেফাক পত্রিকা ও তার সাথে স্বামীর ঘনিষ্ঠতা বলতে গেলে পরিবারের সদস্যের মতই। কিন্তু দিরাইয়ে শেষ শুক্রবার আসা এই প্রবীণ সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক ও ইত্তেফাক পত্রিকার দিরাই প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার রোববার রাত সাড়ে ১১ টার দিকে সিলেটের একটি হাসপাতালে যে হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে আমাদেরকে ছেড়ে পরপারে চলে যাবেন তা কখনো ভাবিনি। এই প্রবীণ বয়সে অনুজদের দুঃসংবাদ প্রতিদিন আমাকে বড়ই পীড়া দিয়ে চলেছে। স্বজন, পরিচিত, আত্মীক আত্মীয়দের পরপারে যাত্রা হৃদয়কে খুব তাড়িত করে, যন্ত্রণা দেয়। আমি এ শোক সংবাদ শোনতে মোটেই প্রস্তুত নই। তবুও নিয়তির নীতিতে সবাইকে আগে পরে বিদায় নিতেই হয়। সৃষ্টিকর্তা তার আত্মার মঙ্গল করুক। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।