হাওর ডেস্ক::
সরকারি কর্মচারীদের উদ্দেশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তোয়াজ-তোষণের ফল ও পরিণতি ভালো নয়।
বুধবার (২৫ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।
কাদের বলেন, ‘সচিবালয়ে যারা কাজ করেন, শেখ হাসিনার সরকার আপনাদের কাছে সততা চায়, স্বচ্ছতা চায় নিরপেক্ষতা চায়। পক্ষ নিয়ে এখানে তোয়াজ-তোষণ করবেন, এটা আমরা চাই না। এই তোয়াজ-তোষণের ফল ভালো নয়। পরিণতি শুভ নয়’।
তিনি আরো বলেন, ‘আজ ভয় হয়, যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ, ১৫ আগস্টের আগেও দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে অনেকে’।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে রাজনীতিবিদদের সুসম্পর্ক থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।
পরে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা বিএনপি।
তিনি বলেন, ১৫ই আগস্টের হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এতো বড় দুঃসাহস কখনো হতো না।
করোনা গোটা পৃথিবীকে বদলে দিলেও, বিএনপি নামক দলটির স্বভাবচরিত্র বদলায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে তাদের নেতিবাচক ধারা বদলাতে পারেনি,তাদের ষড়যন্ত্রের রাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতারও বদল হয়নি।