স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২৭ আগস্ট ২০২১ ইং তারিখে সুনামগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাজোট কমিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২১ পালন করা হয়। এরই অংশ হিসেবে ফলজ বৃক্ষ রোপন করা হয় সুনামগঞ্জ সদরের (দূর্গা বাড়ি মন্দির বক পয়েন্ট সংলগ্ন), ইসকন মন্দির কাজিরপয়েন্ট সংলগ্ন, রাম কৃষ্ণ আশ্রম ষোল ঘরসহ বিভিন্ন এলাকায়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাজোট কমিটির সভাপতি শ্রী জনি বণিক, সহ-সভাপতি শ্রী বাপ্পা দেব, সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী লিপ্টু দাস সুজন, অর্থ সম্পাদক শ্রী পিংকু তালুকদার, প্রচার সম্পাদক শ্রী দিপাঞ্জন দে, দপ্তর সম্পাদক শ্রী শুভজিৎ দাস ও ধর্মবিষয়ক সম্পাদক শ্রী দেবাশীষ দাস।