আরিফ বাদশা,জামালগঞ্জঃ
প্রচন্ড গরম ও অসহনীয় তাপদাহে অতীষ্ট মানুষ। এর মধ্যে পল্লীবিদ্যুৎতের লোডশেডিং দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎতের লোডশেডিং চরমে পৌঁছেছে। উপজেলা সদরে মাঝে মধ্যে বিদ্যুতের দেখা মিললেও পল্লী এলাকায় বিদ্যুৎ এখন সোনার হরিণে রুপ নিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যুৎতের অভাবে লেখাপড়া ব্যাহত হচ্ছে। ব্যবসাযী ও গ্রাহকদের সমানতালে বিদ্যুৎ বিল, মোমবাতি ও জেনারেটরের আলোর টাকা গুনতে হচ্ছে।
এখন চলছে পবিত্র রমজান মাস। আর এই রমজানের শুরু থেকেই প্রচণ্ড গরমে অতিষ্ট জনজীবন। এর মধ্যে গত চার দিন ধরে ঘণ্টায় কমপক্ষে৮-১০ বার বিদ্যুৎ আসা যাওয়া করছে। আধঘণ্টা বিদ্যুৎ থাকলে কয়েক ঘণ্টা নেই। গত তিন দিনের তারাবিহ্’র নামাজের সময়ও বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট মুুসল্লিরা। পবিত্র রমজান মাস আসার পর থেকেই জামালগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রান্ট।
বিদ্যুৎতের লোডশেডিং এ অতিষ্ট জনসাধারন। দিনরাত ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৪ ঘন্টাই বিদ্যুৎ থাকে না। দিনে প্রায় ৮-১০ বার চলে বিদ্যুৎ এর লুকোচুরি খেলা। বিশেষ করে রমজান মাস হওয়ায় ইফতার,সেহরী ও তারাবীর নামাজ পড়তে বিপাকে ধর্মপ্রান মুসল্লিরা। এ নিয়ে মনিরুল মিয়ার সাথে কথা হলে উনি বলেন পবিত্র রমজান মাসে অন্য সময়ের চেয়ে বিদ্যুৎতের চাপ একটু বেশি থাকে কিন্তু এ সময়টাতেই লোডশেডিং পড়তে হচ্ছে।