স্টাফ রিপোর্টার::
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় পুরনো বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের আলফাত স্কয়ারের দিকে আসতে চাইলে পথে পুলিশ বাধা দেয়। পরে বাসস্ট্যান্ড এলাকায়ই সমাবেশে মিলিত হন ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে সাইফ মাহমুদ জুয়েল ও মশিউর রহমান রনির মুক্তি দাবি করেন তারা।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব তারেক মিয়া।