তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। রোববার (২৯ আগস্ট) উপজেলার লাউড়েরগড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক তসলিম এহসান, পিএসসি।
আটক ব্যক্তিরা হলেন, মৃত হেকমত আলীর ছেলে মো. সঞ্জব আলী (৫০) ও মো. উসমান আলীর ছেলে মো. রায়হান (১৯)।
জানা গেছে, লাউড়েরগড় বিওপির জেসিও নায়েব সুবেদার মো. ইয়াহিয়ার নেতৃত্বে একটি টহল দল রোববার সকাল ৯টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লাউড়েরগড় এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেন। এসময় তাদের দেহ তল্লাসি করে ২৩ পিস ভারতীয় ইয়াবাসহ সাথে থাকা মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক দুই যুবকের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।