তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে জাকির আহমদ (২৩) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন সিএনজি অটোরিকশার যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রোববার (২৯ আগস্ট) দুপুরে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির আহমদ সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের আব্দুল হান্নানের পুত্র ও ছাতক সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে। জানা যায়, গোবিন্দগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা নং (সুনামগঞ্জ থ-০৯৮৫) তকিপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নং (মৌলভীবাজার জ-১১-০২০৬) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকসহ সিএনজিতে থাকা ৫ যাত্রী আহত হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির আহমদকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত রোকেয়া বেগম ও তার ভাই সাইদুর রহমানসহ আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্ধ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।