মধ্যনগর প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে শিশু হত্যা মামলার মূল আসামি জয়নাল মিয়া (৪০) কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
জানা যায়,গত শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের নবী নেওয়াজের ছেলে জয়নাল মিয়া পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা মো. ছালেক মিয়া (৩২) কে ধারালো দা দিয়ে কোপ মারলে,ঐ কোপ লক্ষ্য ভ্রষ্ট হয়ে ছালেক মিয়ার আড়াই বছর বয়সী শিশু ছেলে দুর্জয়ের মাথায় পরে আঘাতপ্রাপ্ত হয়।পরে ঐ শিশু দুর্জয় কে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান,শিশুটির বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দাযের করলে। তাৎক্ষণিক মামলা রুজু করে ঘটনার সত্যতা যাচাই পূর্বক মধ্যনগর থানা পুলিশের একাধিক টিম আসামি গ্রেফতারের ব্যাপারে মাঠে তৎপর হয়। ২৪ ঘন্টার মধ্যে আসামি মো. জয়নাল মিয়া কে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।