স্টাফ রিপোর্টার ::
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের শ্রী শ্রী জগন্নাথ জিঁউর মন্দিরে প্রার্থনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই প্রার্থনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পিকে চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
এছাড়াও অনলাইনে আলোচনায় অংশ নেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ।
সুনামগঞ্জ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের সভাপতি পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ^র দাস, সুনামগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ^জিত চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জেলা শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন হয়েছে।