স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের ফসলহারা দুর্গত কৃষকের মধ্যে ত্রাণ সহায়তা বৃদ্ধি ও চলমান ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ফসলহারা হাওরবাসীর মধ্যে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। তাছাড়া সরকার যেসব ত্রাণ দিয়েছে তা বিতরণে অনিয়ম-দুর্নীতি রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা তাদের স্বজনদের মধ্যে বিতরণ করছেন। অবিলম্বে দুর্গত হাওরে ত্রাণ সহায়তা বৃদ্ধি ও চলমান ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, কমরেড শীলা রায়, দেওয়ান গিয়াস প্রমুখ।