সিলেট প্রতিনিধি::
জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমানের জানাজা আগামীকাল শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এ তথ্য সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ।
তিনি জানান, বেলা আড়াইটায় আলীয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে নগরের নয়া সড়কস্থ মানিক পীর টিলায় দাফন করা হবে।
প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে নগরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।