স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গোচারণ ভূমিতে চরানো গরু আনতে গিয়ে খালে ডুবে মারা গেছে দুই কিশোর। রবিবার দুপুরে রুবেল মিয়া (১৭) ও হৃদয় হাসান (১০) নামের ওই দুই কিশোরের লাশ স্থানীয়দের সহায়তায় বাওনের কাড়া থেকে সুনামগঞ্জ ও সিলেটের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই কিশোর শহরতলির মাইজবাড়ি গ্রামের শাহিদ আলী ও বাবুল আহমদের ছেলে। শনিবার সন্ধ্যায় তারা নিখোজ হয়েছিল।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী জানান, নিহত দুই কিশোর চরানো গরু আনতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।