স্টাফ রিপোর্টার ::
শাল্লায় ঝুমন দাশের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর শাল্লা শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামাপদ সরকার, বীর মুক্তিযোদ্ধা অনীল চন্দ্র দাস, জগৎ চন্দ্র দাস। আরো বক্তব্য রাখেন ঝুমন দাসের মা নীভা রাণী দাস, মেয়ে মণীকা রাণী দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস। পরে প্রতিবাদী গণসংগীত পরিবেশ করেন গণসংগীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাস, সদস্য ওদুদ মিয়াসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন ঝুমন দাসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। সমাবেশ উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৭মার্চে উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এরপূর্বে ১৫মার্চ ঝুমন দাসের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে, ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুমন দাসকে গ্রেফতার করে থানা পুলিশ।