শান্তিগঞ্জ প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য নারীদের ঘরের বাইরে নিয়ে আসতে হবে। তাদেরকে দক্ষ করে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্ঠায় দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, আমাদের সরকার চায় নারীসমাজসহ দেশের সব মানুষের সমান উন্নয়ন। প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের দিকে সরকারের নজর একটু বেশি।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ শত ২৩ জন উপকারভোগীর মাঝে ২২ লাখ ১৪ হাজার টাকার অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী আরো বলেন, সরকার পিছিয়ে পড়া নারী ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এখন নারীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তাদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বিটাকসহ বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।